ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বিস্কুটে মেশানো হচ্ছিল ক্ষতিকর রং

বিস্কুটে মেশানো হচ্ছিল ক্ষতিকর রং

জব্দ করা রং (বায়ে) ও বিস্কুটের একাংশ -সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ০৯:২০

নাটোরের বাগাতিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোর্ত্তীর্ণ মালামাল মজুদ রাখা এবং ক্ষতিকারক রং মেশানোর অপরাধে তোবা কনফেকশনারির মালিক মো. আফসার আলীকে (৪৮) ২০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে। 

সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. আফসার আলী উপজেলার কাজীর চক মালঞ্জি গ্রামের ছাত্তার মোল্লার ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে কাজীর চক মালঞ্চি এলাকার তোবা কনফেকশনারিতে অস্বাস্থ্যকর পরিবেশে ও ক্ষতিকারক রং মিশিয়ে খাবার উৎপাদন করে বাজারজাত করা হচ্ছিল। এছাড়া মেয়াদোর্ত্তীর্ণ মালামাল মজুদ রাখা হয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কনফেকশনারিতে রাখা মেয়াদোর্ত্তীর্ণ মালামাল এবং ক্ষতিকারক রং মেশানো খাবার উপকরণ জব্দ করা হয়। 

তিনি জানান, জব্দ উপকরণসমূহের মধ্যে রয়েছে ২ হাজার পিস সলটেড বিস্কুট, ৫০ কেজি ভেজাল বিস্কুট, ৫০০ গ্রাম ক্ষতিকারক রং, ১ কেজি বেকিং পাউডার, ১০ কেজি সোডা, ৩০ কেজি ভেজাল ময়দা, ২০ কেজি স্যাকারিন, ৫ কেজি ভেজাল মাখন ও ২০ লিটার মেয়াদোত্তীর্ণ সয়াবিন তেল। 

এএসপি মো. মাসুদ রানা বলেন, এই ঘটনায় কারখানা মালিক মো. আফসার আলীকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে কারখানা সিলগালা করা হয়েছে।

আরও পড়ুন

×