চট্টগ্রামে বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ০৯:২৩
চট্টগ্রামে চিকিৎসকের অবহেলায় বেসরকারি রয়েল হাসপাতালে দেড় মাস বয়সী একটি মেয়ে শিশু মারা গেছে বলে অভিযোগ উঠেছে। ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। সোমবার সকাল ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও বিকেলে মারা যায় শিশুটি।
নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, রয়েল হাসপাতালে অবহেলায় একটি শিশু মৃত্যুর অভিযোগ পেয়েছি আমরা। দ্রুত হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শিশুটির স্বজনরা জানান, সোমবার সকালে হাসপাতালে ভর্তি করানোর পর দুপুর ১২টা পর্যন্ত কোনো ডাক্তার অসুস্থ শিশুটিকে দেখেননি। শিশুটির অবস্থা আরও খারাপ হওয়ায় তারা তাকে রয়েল হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ভর্তি করাতে গেলে আগে রয়েল হাসপাতালের বিল মিটিয়ে যেতে হবে বলে জানায়। এ নিয়ে রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ উভয়ে তর্কে জড়ায়। বাদানুবাদের মধ্যেই বিকেল ৫টার দিকে শিশুটি মারা যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির পরিবারের অভিযোগ পেয়ে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছেন।