ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খুলনায় গাঁজাসহ পুলিশ সদস্য আটক

খুলনায় গাঁজাসহ পুলিশ সদস্য আটক

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০ | ১০:২৮

খুলনার তেরখাদা উপজেলা থেকে গাঁজাসহ প্রসেনজিৎ মণ্ডল নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে ওই উপজেলার বলর্দনা এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় শ্যামা মণ্ডল নামে আরেক সহযোগীকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।

আটক প্রসেনজিৎ মণ্ডল খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। তিনি তেরখাদা উপজেলার কাগদি গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে বুধবার তেরখাদা থানায় মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও তেরখাদা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ছুটিতে গ্রামের বাড়িতে এসে গাঁজা বিক্রির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×