ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

১৭ ভারতীয় জেলে আটক

১৭ ভারতীয় জেলে আটক

আটক ট্রলার ‘এফবি মা শিবানী'

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০ | ০৪:০৫ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ | ০৪:৪৯

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে একটি মাছ ধরার ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জাল-ট্রলারসহ প্রায় এক টন মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে.কমান্ডার এম সিদ্দিক হাসান জানান, মঙ্গলবার বিকেলে সুন্দরবনের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ার ওয়ে বয়া এলাকায় নিয়মিত টহলকালে অনুপ্রবেশকারী সন্দেহজনক কয়েকটি ফিশিং ট্রলার দেখতে পেয়ে এগিয়ে যায় কোস্টগার্ডের সদস্যরা। এ সময় সমুদ্রের দেশীয় জলসীমা থেকে ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করা হয়। জব্দকৃত ট্রলার ও আটকদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত বিভিন্ন সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মোংলা কোষ্টগার্ড কর্মকর্তা এম এ রহমান বাদী হয়ে ১০৮৩ সালের অধ্যাদেশ ২২ ধারায় সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে অবৈধ ভাবে মাছ শিকারের অপরাধে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে আটকদের মোংলা থানা থেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×