ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বেনাপোল-পেট্রাপোল বন্দর পরিদর্শন দোরাইস্বামীর

বেনাপোল-পেট্রাপোল বন্দর পরিদর্শন দোরাইস্বামীর

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

যশোর অফিস

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০ | ০৮:৫৫ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ | ১০:৪৪

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বেনাপোল-পেট্রাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শন করেছেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম ও যাতায়াতে সুবিধা-অসুবিধা দেখতে বৃহস্পতিবার বিকেলে তিনি বেনাপোল আসেন। 

এ সময় তিনি বেনাপোল কাস্টম হাউস, বন্দরের পণ্যাগার, চেকপোস্ট ইমিগ্রেশন ও বেনাপোল-পেট্রাপোল নো-ম্যানস ল্যান্ড এলাকা ঘুরে দেখেন। তিনি ভারত-বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে যান।

হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বেনাপোল চেকপোস্টে পৌঁছালে কাস্টমস, বন্দর, প্রশাসন, পুলিশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়িক নেতারা তাকে অভ্যর্থনা জানান।

ভারতীয় হাইকমিশনারের সফরসঙ্গী ছিলেন সহকারী হাইকমিশনার রাডনা রাজেস কুমার এবং খুলনার সহকারী হাইকমিশনার অমিত কুমার।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমসের কমিশনার আজিজুর রহমান, অতিরিক্ত কমিশনার নেয়ামুল ইসলাম, বন্দরের সহকারী পরিচালক আব্দুল জলিল, উপপরিচালক মামুন কবির তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এপপোর্টের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।


আরও পড়ুন

×