খুলনায় শিশু হত্যা মামলায় মা রিমান্ডে

খুলনা ব্যুরো
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০ | ০৮:৫৯
খুলনার বটিয়াঘাটায় পাঁচ বছরের ছেলে শিশু হত্যা মামলায় তার মায়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করলে চার দিন মঞ্জুর হয়।
পুলিশ জানায়, উপজেলার ফুলতলা গ্রামের অমিত কুমার মণ্ডল রাজধানীর বাড্ডা থানায় এএসআই পদে কর্মরত। তার স্ত্রী তনুশ্রী মণ্ডল ও একমাত্র ছেলে অনুভব মণ্ডল জশ ঢাকাতেই তার সঙ্গে থাকতেন। রাসপূজা উপলক্ষে মা-ছেলে গত ২৯ নভেম্বর গ্রামের বাড়িতে বেড়াতে যান। ৩০ নভেম্বর অনুভবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১ ডিসেম্বর এএসআই অমিত বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা করেন। পর দিন ওই মামলায় শিশুটির মা তনুশ্রীকে গ্রেপ্তার করা হয়।
- বিষয় :
- খুলনা
- শিশু হত্যা মামলা
- মা রিমান্ড