গ্রামবাসীর বিরুদ্ধে তিতাসের মামলা
আড়াইহাজারে গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ১১:৪৩
আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় পাঁচ শতাধিক গ্রামবাসীকে আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর-রহমান বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা করেন। এতে ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ঘটনাস্থলে আটক ১০ জনের মধ্যে নয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আরেকজন পরীক্ষার্থী হওয়ায় পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন বলেন, অবৈধ গ্যাস সংযোগ দেওয়া, সরকারি কাজে বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগে তিতাস কর্মকর্তা মো. মিজবাহ-উর-রহমান বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ ও ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। ওই মামলায় রোববার বিকেলে ঘটনাস্থল থেকে আটক ১০ জনের মধ্যে নয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আরেকজন পরীক্ষার্থী হওয়ায় পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
ইউএনও মো. সোহাগ হোসেন বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজে বাধা দেওয়া এবং দুস্কৃতকারীদের হামলার ঘটনায় ইতোমধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি নিয়মিত মামলা করেছে। এ ঘটনা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের কাজে কোনো প্রভাব ফেলবে না। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ অব্যাহত থাকবে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- মামলা
- আড়াইহাজার
- অবৈধ গ্যাস সংযোগ
- তিতাস