চলনবিল অঞ্চলের মানুষের সেবায় কাজ করে যাচ্ছি: পলক

শীতবস্ত্র বিতরণ করছেন জুনাইদ আহমেদ পলক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৩:৪২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৩:৫৪
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি ) বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নাটোরের সিংড়া উপজেলার সব মানুষকে আমার পরিবারের সদস্য মনে করি। চলনবিল অধ্যুষিত এই অঞ্চলের মানুষের সেবা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
সোমবার সকালে নাটোররে সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার প্রায় ৩৪ বছর পর নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আওয়ামী লীগের এমপি হিসেবে প্রথমবারের মত নির্বাচিত করেছেন এখানকার মানুষ। তাদের ভালবাসায় পর পর তিন দফায় এমপি নির্বাচিত হয়েছি। গত পৌর নির্বাচনেও তারা প্রায় ১৬ বছর পর আওয়ামী লীগ প্রার্থী জান্নাতুল ফেরদৌসকে নির্বাচিত করেছেন। এই ১৬ বছরে পৌরবাসী সব ধরনের উন্নয়ন থেকে বঞ্ছিত হয়েছেন। এখন সিংড়ায় একটি হাইটেক পার্ক, প্রশস্ত সড়কসহ বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। আমরা চলনবিল অধ্যুষিত এই অঞ্চলের মানুষের সেবা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আগামীতেও নৌকা মাকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি আহ্বান জানান।
তিনি কতুয়াবাড়ি, শোলাকুড়া, শৈলমারী, চলনবিল মহলিা কলজেসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ১২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, ইউপি চেয়ারম্যান মিনহাজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।