ভ্যানচালককে হত্যার ঘটনায় দুই সহকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ০৫:২৮
চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ভ্যানচালককে হত্যার ঘটনায় তার দুই সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার সকালে অভিযান চালিয়ে তাদেরকে নগরের আবদু পাড়া এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তররা হলেন- আকাশ ও ১৭ বছর বয়সী এক কিশোর।
নিহতের নাম মোহাম্মদ আনোয়ার। তিনি নগরের হালিশহর জে ব্লকের মো. সেলিমের ছেলে। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়। নিহত আনোয়ার ও গ্রেপ্তার দুইজন আবুল খায়ের গ্রুপের মেরিস ব্র্যান্ডের সিগারেটের ভ্যান চালাতেন।
শনিবার রাতে নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের দাবি, সহকর্মীদের মধ্যে বিরোধের জেরে আনোয়ারকে হত্যা করা হয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, গত ১৬ ডিসেম্বর পতেঙ্গা সৈকতে যাওয়া নিয়ে মেরিস সিগারেটের ভ্যানচালকদের মধ্যে ‘মনোমালিন্য’ তৈরি হয়। তাদের কেউ কেউ সৈকতে গেলেও অন্যরা যাননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। শনিবার রাতে দুই পক্ষ বিষয়টি মীমাংসার জন্য সাগরিকা রোডে আসেন। সেখানে কথাকাটাকাটির মধ্যে আনোয়ারকে ছুরিকাঘাত করেন রনি নামে তার আরেক সহকর্মী। রাত ১০টার দিকে আনোয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গভীর রাতে অভিযান চালিয়ে নগরের আবদু পাড়া এলাকা থেকে ১৭ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকালে কিশোরগঞ্জে যাওয়ার চেষ্টার সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। তবে রনিকে এখনো গ্রেপ্তরা করা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।