ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কটিয়াদীতে মাদক ব্যবসায়ীর ঘরে স্থানীয়দের তালা

কটিয়াদীতে মাদক ব্যবসায়ীর ঘরে স্থানীয়দের তালা

কটিয়াদীতে মাদক ব্যবসায়ীর ঘরে স্থানীয়দের তালা ঝুলিয়ে রাখে- সমকাল

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ১০:৫৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক ব্যবসায়ীদের হামলায় চারজন আহত হওয়ার ঘটনায় এক মাদক ব্যবসায়ীর ঘরে তালা লাগিয়ে দিয়েছেন স্থানীয়রা। 

শনিবার কটিয়াদী পৌরসভার বীরনোয়াকান্দী মহল্লায় মাদক ব্যবসায়ী অহিদ মিয়া ও তার সহযোগীদের হামলায় চারজন আহত হয়েছেন। 

তারা হলেন- ফালান মিয়া, আসকর মিয়া, রেখা বেগম ও ফজিলা খাতুন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনায় শনিবার দুপুরে এলাকাবাসী মিছিল নিয়ে মাদক ব্যবসায়ী অহিদ মিয়ার ঘরে তালা লাগিয়ে দেন। গত ৬ ডিসেম্বর একই মহল্লার বাচ্চু মিয়া নামে অপর মাদক ব্যবসায়ীর ঘরেও তালা লাগানো হয়েছে। বাচ্চু মিয়া তার বাড়ির চারদিকে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা করত।

এদিকে শনিবার দুপুরে বীরনোয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, কটিয়াদী, পাকুন্দিয়া- কোথাও মাদক ব্যবসা চলবে না। জনগণকে এ ব্যাপারে এগিয়ে এসে পুলিশকে সহযোগিতা করতে হবে। এ সময় তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় অভিনন্দন জানিয়ে যুবকদের ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

কটিয়াদী থানার ওসি এমএ জলিল বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে জিরো টলারেন্স।

আরও পড়ুন

×