ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চোখ উপড়ানো লাশ আমবাগানে

চোখ উপড়ানো লাশ আমবাগানে

ঘটনাস্থলে আশপাশের মানুষের ভিড় -সমকাল

শিবগঞ্জ( চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০ | ০৫:৩৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ | ০৫:৫৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জননাঙ্গ কেটে ও চোখ উপড়ে এক যুবককে হত্যা করে লাশ আমবাগানে ফেলে রেখে গেছে দুবৃর্ত্তরা।

সোমবার দুপুরে উপজোলার গোমস্তাপুর ইউনিয়নের ফড়িং চকিদারের আমবাগান থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এর আগে সিআইডি'র একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে। 

নিহতের নাম মেহেরুল ইসলাম (৩৩)। তিনি একই উপজেলার রাজরামপুর বালুগ্রাম এলাকার মৃত কবিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে কোনো এক সময় মধ্যযুগীয় কায়দায় হত্যাকাণ্ডটি ঘটিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, মেহেরুলের লাশ আমবাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা গোমস্তাপুর থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এর কিছুক্ষন পর সিআইডি'র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। 

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার রায় জানান, পুলিশ ও সিইডি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের ২টি চোখ উপড়ানো এবং জননাগঙ্গ কাটা থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণ করা হচ্ছে।

আরও পড়ুন

×