সীতাকুণ্ডে নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০ | ০৫:৫৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফরিদুল আলম (৫৭) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ফরিদুল আলম ফৌজদারহাট বাজারের ফরিদ স্টোরের মালিক। তিনি ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ফরিদুল আলম তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আর ফেরেননি। সকাল দশটার দিকে খবর পেয়ে ফৌজদারহাট বাজারের পাশের একটি স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোনও চিহ্ন ছিল না। তবে পাশে একটা বিষের বোতল পাওয়া গেছে।
এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।