সশস্ত্র বাহিনী দিবসে সিলেট সেনানিবাসে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সিলেট সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের নিয়ে কেক কাটেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৭:২৫
সশস্ত্র বাহিনী দিবসে সিলেট সেনানিবাসে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন মুক্তিযোদ্ধাসহ অতিথিদের স্বাগত জানান। পরে তিনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে উপহার ও সন্মাননা তুলে দেন।
প্রধান অতিথির বক্তৃতার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদসহ সকল মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন। তিনি বলেন, দেশের উন্নয়নে সশস্ত্র বাহিনী নিরলসভাবে কাজ করছে।
তিনি সেনাবাহিনীর সাফল্যের কথা উল্লেখ করে বলেন, আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুযোপযোগী করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সামরিক সরঞ্জাম দিয়ে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে বর্তমান সরকার সবসময় আন্তরিক।
মুক্তিযুদ্ধের সময় সিলেটবাসীর অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন অনুষ্ঠানে উপস্থিত সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শনের জন্য রাখা হয়। এতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য ছাড়াও সামরিক বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।