ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিএনপি-জামায়াত গণতান্ত্রিক প্রচেষ্টাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত: আইনমন্ত্রী

বিএনপি-জামায়াত গণতান্ত্রিক প্রচেষ্টাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ০৩:৪৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ | ০৩:৪৭

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে গণতন্ত্র অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। কিন্তু বিএনপি-জামায়াত সেই প্রচেষ্টা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে এখনো লিপ্ত। ২০১৪ সালে বিএনপি-জামায়াত চেয়েছে নির্বাচন যেন না হয়, কারণ নির্বাচন না হওয়া মানে গণতন্ত্রের ব্যাঘাত ঘটা।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত 'গণতন্ত্রের বিজয় দিবস' অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী উপজেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে যে বিভেদ রয়েছে তা ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভুইয়া বকুল, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন ও যুগ্ম-আহ্বায়ক কাজী মানিক।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর কাউন্সিলর মো. আবু জাহের। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সব শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×