গোমতীতে ১৬ ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস

কুমিল্লার গোমতী নদীর বালু ও মাটিখেকোদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন- সমকাল
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ১০:২৮
কুমিল্লার গোমতী নদীর বালু ও মাটিখেকোদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বুধবার দিনভর ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সদর উপজেলার টিক্কারচরব্রিজ থেকে গোলাবাড়ি সীমান্ত এলাকা পর্যন্ত ওই অভিযান পরিচালনা করেন।
এ সময় অবৈধভাবে নদী ও নদীসংলগ্ন ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলন করায় ১৬টি ড্রেজার, তিনটি ভেকু, একটি বড় নৌকাসহ প্রায় ১০ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, মাযহারুল ইসলাম, জনি রায়, এস এম মোস্তাফিজুর রহমান ও গোলাম মোস্তফা এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, জেলা প্রশাসক আবুল ফজল মীরের
নির্দেশনায় সকাল থেকে বিকেল পর্যন্ত ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, তারা অবৈধভাবে গোমতী নদীর বালু উত্তোলন ছাড়াও কৃষকের
ফসলি জমির মাটিও উত্তোলন করছেন। এরপর বিভিন্ন যন্ত্র ধ্বংস করা হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।