সমকালে সংবাদ প্রকাশ
কয়রার সেই পরিবার পেল খামার, দোকান

সমকালের ফাইল ছবি
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১ | ১১:১৪ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ | ১১:২৪
সমকালে সংবাদ প্রকাশের পর খুলনার কয়রা উপজেলার কালনা গ্রামে কষ্টে থাকা সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের একটি মুরগির খামার, সেলাই মেশিনসহ সিট কাপড়ের দোকান করে দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
গত ২৬ ডিসেম্বর সমকালে 'কষ্টে তিন প্রজন্ম' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে এলে 'হিউম্যানিটি ফার্স্ট' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিবারটির সহযোগিতায় এগিয়ে আসে।
তারা তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেয়। পরে পরিবারটিকে স্বাবলম্বী হতে 'হিউম্যানিটি ফার্স্ট মুরগির খামার' এবং 'হাজেরা খাতুন টেইলার্স ও বস্ত্র বিতান' নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছে সংগঠনটি।
স্থানীয়রা জানান, ওই পরিবারে কোনো পুরুষ সদস্য না থাকায় অনেক কষ্টে জীবন যাপন করতে হচ্ছিল তাদের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম নারীর পক্ষে সদস্যদের জন্য তিনবেলা খাবার জোগাড় ও তাদের চিকিৎসার ব্যয়ভার বহনে হিমশিম খেতে হচ্ছিল।
পরিবারের সদস্য হাজেরা খাতুন জানান, ইচ্ছা থাকলেও ব্যবসায়িক উপকরণের অভাবে সংসারে সহযোগিতা করতে পারেননি। এখন চেষ্টা করবেন মায়ের পাশাপাশি নিজেও সংসারের জন্য কিছু করতে। যাতে ভবিষ্যৎ প্রজন্মকে তাদের মতো কষ্ট করতে না হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি ফার্স্টের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী বলেন, দুস্থ পরিবারটির পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। পরিবারটিকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করতে পারলেই সংগঠনের কাজের সফলতা আসবে। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বাবুল বলেন, ইউনিয়ন পরিষদ থেকেও তাদের সহযোগিতা করার চেষ্টা চলছে।
- বিষয় :
- খুলনা
- স্বেচ্ছাসেবী সংগঠন
- অসহায় পরিবার