ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১ | ০৫:০৪

কুড়িগ্রামে নামাজ পড়ারত অবস্থায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ছেলে মন্তাজুল আলমকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে এই দণ্ডাদেশ দেন জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। রায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়। এ সময় দণ্ডাদেশপ্রাপ্ত মন্তাজুল আলম আদালতে হাজির ছিলেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মন্তাজুল আলমের প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। ওই সময় পরিবারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। এক পর্যায়ে মন্তাজুল দ্বিতীয় বিয়ে করতে চাইলে বাবা-মা তাতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ২০ মার্চ দুপুর পৌনে ২টার দিকে ঘরে জোহরের নামাজ পড়ারত অবস্থায় মা মেহেরজান বেগমকে (৫৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন মন্তাজুল। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটকে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ওইদিন বিকেলে তার বাবা সোলায়মান আলী (৬৪) বাদী হয়ে ছেলে মন্তাজুল আলমকে আসামি করে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 সূত্র আরও জানায়, মামলার ১৯ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষে লিগ্যাল এইড নিয়োজিত আইনজীবী এ টি এম এরশাদুল হক চৌধুরী শাহীন মামলাটি পরিচালনা করেন।

আরও পড়ুন

×