ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জলমহাল দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, নিহত ১

জলমহাল দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, নিহত ১

জয়নুদ্দিন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১ | ০৫:০৮

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ধামাই বিলের জলমহাল দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের দুইদফা হামলায় জয়নুদ্দিন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো ৮ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে এসব হামলার ঘটনা ঘটে।

নিহত জয়নুদ্দিন তেরহাল গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ ।

স্থানীয় লোকজন জানায়, শিমুলবাক ইউনিয়নের ধামাই বিল জলমহালের দখল নিয়ে তেরহাল আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতি ও তেরহাল মৎস্যজীবী সমবায় সমিতির লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে তেরহাল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আলতাব আলীসহ সমিতির লোকজন তেরহাল আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির খলা ঘরে হামলা চালায়। এসময় তেরহাল গ্রামের মাহমদ আলীর ছেলে মোশারফ মিয়া (৪০), মৃত আব্দুল বারির ছেলে নাজির আহমদ (২৪), সাহেব আলীর ছেলে আশরাফ আলী (৩০), আজিজুর রহমানের ছেলে লিটন মিয়া (৩৭) ও জুয়েল মিয়া(৩৫), আরজ আলীর ছেলে অজুদ মিয়া (২৮), আব্দুল আজিজের ছেলে লিমন মিয়া (২২), তালেব আলীর ছেলে দিলোয়ার হোসেন (২৩) আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা আরো জানায়, সকাল সাড়ে ৮ টায় আহতদের দেখতে সুনামগঞ্জ সদর হাসপাতালে যাওয়ার পথে তেরহাল মৎস্যজীবি সমবায় সমিতির লোকজন আবারো তেরহাল আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির লোকজনের উপর হামলা করে। এসময় জয়নুদ্দিন নামের ওই ব্যক্তিকে এলোপাথারি মারপিট করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় জয়নুদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×