ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পরশুরাম পৌরসভা

মনোনয়নপত্র জমা না দিয়ে নির্বাচন বর্জন বিএনপির

মনোনয়নপত্র জমা না দিয়ে নির্বাচন বর্জন বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ফেনী

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১ | ১০:১৭

মনোনয়নপত্র জমার শেষ দিনে পরশুরাম পৌরসভার নির্বাচন বর্জন করেছে বিএনপি। রোববার দুপুরে ফেনী শহরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় পরশুরাম উপজেলা ও পৌর বিএনপি। শহরের ইসলামপুর রোডে জেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযোগ করা হয়, বিএনপির মেয়র প্রার্থী ও তার সমর্থকদের বাড়িঘর ঘেরাও, হত্যার হুমকি দিচ্ছে আওয়ামী লীগের লোকজন। তাই বিএনপির মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেননি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক বলেন, বিএনপির মেয়র প্রার্থী কাজী ইউসুফ মাহফুজ দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা তাকে এবং তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। গত ৯ জানুয়ারি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের ওপর হামলা এবং পরশুরাম বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। এরপর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন লিটনকে হুমকি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকার সমর্থক প্রায় দুই থেকে তিনশ লোক কয়েক দিন ধরে পরশুরামের কোলাপাড়া গ্রামে বিএনপির মেয়র প্রার্থী ইউসুফ মাহফুজের বাড়ি অবরুদ্ধ করে রেখেছে। পরিবারের সদস্যদের গালাগালও করা হচ্ছে। এ অবস্থায় যুদ্ধ করে কারও পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। দলীয় কাউন্সিলর প্রার্থীদেরও একই অবস্থা। তাই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা না দিয়ে নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছেন। দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, পরশুরাম বিএনপির সদস্য সচিব ইব্রাহীম খলিল মনি, পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার প্রমুখ। আগামী ১৪ ফেব্রুয়ারি পরশুরাম পৌরসভার ভোট হবে।

জানা গেছে, এবারের নির্বাচনে পরশুরাম পৌরসভায় মেয়র প্রার্থী ছাড়া ৯ জন কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ছিল বিএনপির। তবে আওয়ামী লীগের লোকজনের হুমকি-ধমকিতে তারা কেউই মনোনয়ন শেষ পর্যন্ত জমা দেননি। আতঙ্কিত হয়ে এই প্রার্থীরা বর্তমানে এলাকা ছেড়ে ফেনীতে অবস্থান করছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

×