সিলেটে যুক্তরাজ্যফেরত আরও ৬৭ যাত্রী কোয়ারেন্টাইনে

সিলেট ব্যুরো
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১ | ০৪:৪৮
যুক্তরাজ্য থেকে সিলেটে ফেরা আরও ৬৭ যাত্রীকে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়েছে। করোনাভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণের কারণে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের ৬৭ জন যাত্রীসহ সোমবার মোট ৯৯ জন দেশে ফেরেন।
সোমবার দুপুরে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আনুষ্ঠানিকতা শেষে বেলা ২টার দিকে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০২ ফ্লাইটে এসব যাত্রী ওসমানী বিমানবন্দরে পৌঁছান। সিলেটের ৬৭ যাত্রীকে নামিয়ে বিমানটি বাকি ৩৩ যাত্রী নিয়ে ঢাকায় ফিরে যায় বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান, সিলেটে আসা যাত্রীদের পরীক্ষা শেষে চার দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
ওসমানী বিমানবন্দরের মেডিকেল টিমের প্রধান সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর জানান, মেডিকেল টিমের সদস্যরা ৬৭ যাত্রীর সবার তাপমাত্রা পরীক্ষা করেছেন। কারো মধ্যে ভাইরাসের লক্ষণ মেলেনি। এরপরও সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
- বিষয় :
- সিলেট
- কোয়ারেন্টাইন
- যুক্তরাজ্য ফেরত