রাজশাহীতে ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১ | ০৪:৪৯
রাজশাহীতে ইকবাল জাফর শরীফ নামের এক ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া ইকবাল জাফর শরীফ রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র ছিলেন। কলেজ হোস্টেলে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত ইকবাল জাফর শরীফ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মোজাম্মেল হোসেনের ছেলে।
বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেল সুপার গোলাম মাওলা জানান, করোনাভাইরাসের কারণে কলেজ বন্ধ থাকায় ইকবাল জাফর শরীফ ভারতে চলে যান। তিনদিন দিন আগে তিনি রাজশাহীতে ফেরেন।
হোস্টেল সুপার গোলাম মাওলা বলেন, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন ইকবাল জাফর শরীফ । এ সময় তার বন্ধুরা দেখতে পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইকবাল জাফরের বন্ধুদের বরাত দিয়ে গোলাম মাওলা জানান, সম্প্রতি ইকবালের এনগেজমেন্ট হয়। তবে তার অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
নগর পুলিশের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, ইকবাল জাফর শরীফ নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তার লাশের ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের সদস্যরা লাশ নিতে এসেছেন। তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
- বিষয় :
- রাজশাহী
- মরদেহ উদ্ধার
- ভারতীয় শিক্ষার্থী