ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে ঝুট কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রামে ঝুট কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১ | ০৫:৫১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ | ০৬:০০

চট্টগ্রাম নগরীর বন্দর থানার সাগরিকা এলাকায় আগুনে পুড়েছে ঝুট কাপড়ের একটি গুদাম, গাড়ির গ্যারেজ, ওয়ার্কশপ ও চায়ের দোকান। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, আগুন লাগার খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৭টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল সাড়ে আটটায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।  

তিনি জানান, অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে।  

আরও পড়ুন

×