ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নাটোরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নাটোরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

গ্রেফতার স্বপন -সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০০:২২

নাটোরে ২০০পিস ইয়াবাসহ মাসুদ আলম স্বপন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার রাতে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার স্বপন মাঝদীঘা দক্ষিণপাড়া এলাকার মাহাবুব পাঠানের ছেলে।

পুলিশ জানায়, মাসুদ এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববাত রাত ৯টার দিকে মাঝদীঘা এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একদল সদস্য। তখন স্বপনকে গ্রেফতার ও তার কাছে থেকে নীল প্যাকেটে মোড়ানো অবস্থায় ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, স্বপন ইয়াবা নিয়ে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন

×