জনবিচ্ছিন্ন হয়ে সরকার সন্ত্রাসনির্ভর: ডা. শাহাদাত

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ০৯:৫৮
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সদ্য শেষ হওয়া চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি করপোশেন নির্বাচনে সরকার একদলীয় স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে।
এ সরকার জনগণকে ভয় পায় বলেই কেন্দ্র দখল করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। জনবিচ্ছিন্ন হওয়ার কারণে সরকার সন্ত্রাসনির্ভর হয়ে গেছে। নির্বাচনে শুধু সাধারণ ভোটারই নয়, কাউন্সিলর প্রার্থীরাও হামলার শিকার হয়েছেন। নির্বাচন কমিশন ব্যালট প্যানেলকে সুরক্ষা দিতে পারেনি। সন্ত্রাসীরা দাঁড়িয়ে থেকে নৌকায় ভোট নিয়েছে।
চসিক নির্বাচনে হামলায় আহত বিএনপি সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সখিনা বেগমকে শুক্রবার নগরীর আলামিন হাসপাতালে দেখতে গিয়ে ডা. শাহাদাত এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনজুর আলম মঞ্জু, বিএনপি নেতা নুরুল আকবর কাজল, শ ম জামাল, জমির উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান চৌধুরী, দিদারুল ফেরদৌস, মোহাম্মদ গোলাপ, নাজিম হোসেন, দেওয়ান লিটা প্রমুখ।
- বিষয় :
- চট্টগ্রাম
- ডা. শাহাদাত