বেনাপোল কাস্টম হাউসের নিয়োগ পরীক্ষা স্থগিত

কাস্টম হাউস- ফাইল ছবি
বেনাপোল (যশোর)
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৪:৩৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ০৪:৪৮
বেনাপোল কাস্টম হাউসে কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সুষ্ঠু পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিতর্ক ওঠায় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়।
জানা যায়, কাস্টম হাউসের বিভিন্ন পদে ৯৪ জনকে নিয়োগের জন্য ৩ বছর আগে দরখাস্ত আহ্বান করা হয়। প্রায় ৬৪ হাজার আবেদন জমা হয়। ২৩ নভেম্বর শারীরিক পরীক্ষার দিন ছিল। এদিন বেনাপোল কাস্টমে পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয় ২৭ হাজার ৯৬ জন পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য কাস্টম হাউসে পর্যাপ্ত জায়গা ও জনবলের অভাবে বেকায়দায় পড়েন পরীক্ষার্থীরা।
ডেপুটি কমিশনার ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব এসএম শামিমুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তিনি জানিয়েছেন, ২৯ নভেম্বরের কাস্টম হাউস বেনাপোলের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ পরীক্ষা পুনরায় তারিখ ও সময় নির্ধারণ করে কাস্টম হাউস বেনাপোলের ওয়েব সাইটে ও বিভিন্ন জাতীয় দৈনিক ও ফেসবুকে জানিয়ে দেওয়া হবে।
- বিষয় :
- বেনাপোল
- কাস্টম হাউস
- লিখিত পরীক্ষা