ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বগুড়ায় নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার

বগুড়ায় নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার নব্য জেএমবির সদস্য

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০১:১৬

বগুড়ায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

সোমবার রাতে বগুড়া শহরতলীর বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুজ্জামান (৪২)। গ্রেপ্তারের পর তার কাছে থাকা ব্যাগ থেকে নগদ তিন লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, বেশ কিছু সৌদি আরব ও মালয়েশিয়ার মুদ্রা উদ্ধার করা হয়। 

কামরুজ্জামান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, কামরুজ্জামান নব্য জেএমবির বাইতুলমাল বিভাগের দায়িত্বশীল সদস্য। তিনি সংগঠনের দাওয়াতি কার্যক্রম, অর্থ সংগ্রহ ও নব্য জেএমবিকে সংগঠিত করার জন্য দেশের বিভিন্ন জেলা সফর করছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলায় হলেও তিনি ঢাকার কলাবাগান এলাকায় বসবাস করতেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কামরুজ্জামানকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। কামরুজ্জামানের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×