পাবনায় ময়লার স্তুপে মিলল নবজাতকের লাশ

ময়লার এই স্তুপ থেকেই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে -সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:১৭
পাবনা জেনারেল হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ময়লার স্তুপ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ডক্টরস ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ওসি (তদন্ত) রওশন আলী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান বলেন, ধারনা করা হচ্ছে কেউ নবজাতককে হত্যা করে ময়লার স্তুপে লাশ ফেলে পালিয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- লাশ উদ্ধার
- নবজাতকের লাশ উদ্ধার