গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:১৮
নওগাঁর নিয়ামতপুরে আরিফা খাতুন (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পাড়ইল ইউনিয়নের কৃষ্ণশাইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আরিফা ওই গ্রামের রনি বাবুর স্ত্রী এবং উপজেলার পাড়ইল ইউনিয়নের বান্দইল গ্রামের মো. আতাউর রহমানের মেয়ে।
আরিফা খাতুনের চাচতো ভাই মো. সাফিউল ইসলাম জানান, ৯ মাস আগে আরিফা খাতুনের বিয়ে হয়। শুধু স্বামী-স্ত্রী ওই বাড়িতে থাকতো। বুধবার রাত ২টায় আরিফার স্বামী রনি বাবু ফোন করে আরিফা নিজের শোওয়ার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আরিফাকে খাটের উপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।
নিহতের ভাইয়ের দাবি, পারিবারিক কলহের জের ধরে আরিফাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার স্বামী আত্মহত্যা বলে প্রচার করছে।
নিহতের স্বামী রনি বাবু বলেন, আরিফা কথায় কথায় অভিমান করতো। এরই জের ধরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। এ সময় তিনি বাড়িতে ছিলাম না বলেও জানান।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হযেছে। তদন্ত রির্পোট পেলেই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।