পুলিশ পরিচয়ে অপতৎপরতা চালাত মোকসেদ

র্যাবের হাতে আটক মোকসেদ- সমকাল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:১৩
একজন পুলিশ সদস্যের যা থাকা দরকার তার সবই সংগ্রহ করেছিলেন মোকসেদ আলী। তারপর নগরীর বিভিন্ন স্থানে কখনও পোশাক পরে আবার কখনও সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে চালাত অপতৎপরতা।
অবশেষে র্যাব-১৪ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে মোকসেদকে। থানায় মামলা শেষে সোমবার বিকেলে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওই যুবক ময়মনসিংহ সদর উপজেলার চরকালিবাড়ী এলাকার মানিক মিয়ার ছেলে।
নগরীর শম্ভুগঞ্জ সেতুর পশ্চিম পাশে জয়বাংলা চত্বরের সামনে এক 'পুলিশ' অবস্থান করছে বলে খবর পায় র্যাব। একটি মোটরসাইকেল নিয়ে রাস্তায় যানবাহন ও বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা আদায় করছিল পুলিশ পরিচয় দেওয়া মোকসেদ। র্যাব-১৪-এর উপ-অধিনায়ক মেজর ফজলে রাব্বির নেতৃত্বে রোববার অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। ওই সময় তার কাছ থেকে পুলিশের একটি শার্ট, প্যান্ট, দুটি ক্যাপ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ক্যাপ, একটি বাঁশি, পুলিশের মোটরসাইকেলের অ্যালার্ম হর্ন, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব-১৪-এর উপ-অধিনায়ক মেজর ফজলে রাব্বি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য জানানো হয়।
র্যাব আরও জানায়, মোকসেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে জেলা সদরের বিভিন্ন এলাকায় অপতৎপরতা চালাত।
মোকসেদকে র্যাব দপ্তর থেকে সোমবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে মোকসেদের কাছ থেকে বিস্তারিত তথ্য বের করা হবে।
- বিষয় :
- ময়মনসিংহ
- পুলিশ পরিচয়