পাতা কুড়াতে গিয়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

নিহতের স্বজনদের আহাজারি -সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:১২
মেহেরপুরের গাংনীতে মাথায় গাছ পড়ে নছিরন খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নছিরন খাতুন সাহারবাটি কড়ূইতলা পাড়ার আব্দুল খালেকের স্ত্রী।
নছিরনের ভাতিজা বাদশা জানান, প্রতিবেশী আজিজুলের ছেলে আক্তারুলের কাঁঠালের গাছ কাটছিলো কাঠুরিয়া। গাছের পাতা নেওয়ার জন্য অন্যদের মত তার চাচি নছিরন খাতুন দাঁড়িয়ে ছিলেন। এসময় আকস্মিকভাবে গাছ তার মাথায় ওপর পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রত উদ্ধার করে গাংনী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে।
- বিষয় :
- গাছচাপায় মৃত্যু
- গাছচাপা