বন্দরনগরীতে বসন্ত উৎসবে বাধা দেওয়ার অভিযোগ

বন্দরনগরী চট্টগ্রামে নানা আয়োজিত উৎযাপিত হয় বসন্ত উৎসব-ফোকাস বাংলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:৪৭
বন্দর নগরী চট্টগ্রামে রোববার বসন্তবরণ উৎসব পালন করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে কয়েকটি সংগঠন এ উৎসবের আয়েজন করে। তবে সকালে নগরের সিআরবি শিরীষতলায় একটি সংগঠনের অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া যায়। প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে বসন্তবরণ উৎসব চলাকালীন রেলওয়ের কর্মকর্তারা এ বাধা দেন। করোনার কারণে অনুষ্ঠানে অংশ নেওয়া নানা বয়সী মানুষকে রঙিন মাস্ক ব্যবহার করতে দেখা যায়।
রোববার বিকেলে সিআরবিতে বসন্ত বরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০ টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের ওয়েলফেয়ার পরিদর্শক রুবাইয়াত হোসেন অনুষ্ঠান স্থলে আসেন। এসময় একটি নাচের পরিবেশনা চলছিল। তিনি চিৎকার করে বলতে থাকেন, এখানে কর্তৃপক্ষ কে? এখনই বন্ধ করেন। সকালে আমরা শুধু দেড় ঘণ্টার অনুষ্ঠানের অনুমতি দিয়েছি। এর পাঁচ মিনিট পরই সকালের পর্ব শেষ হওয়ার কথা ছিল। একপর্যায়ে তিনি সাউন্ড সিস্টেমের সংযোগ খুলে ফেলেন।
ঘটনার বিষয়ে পূর্ব রেলের ওয়েলফেয়ার অফিসার মোহাম্মদ আলী বলেন, আয়োজকদের শর্ত দেয়া আছে, জোরে সাউন্ড বক্স বাজাতে পারবে না, মাইক বাজাতে পারবে না। সকালে তো অফিসের সময়। শর্ত ভঙ্গ করলে তো হবে না। আমাদের জিএম এবং এজিএম অফিসে উপস্থিত ছিলেন। তারা অভিযোগ দেওয়ার পর আমাদের ইন্সপেক্টর সেখানে যান। তারপর তাদের সাথে বাদানুবাদ হয় বলে শুনেছি।
এ বিষয়ে সাংস্কৃতিক সংগঠক রাশেদ হাসান বলেন, চট্টগ্রামের ডিসি হিলে গত কয়েক বছর ধরেই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেয়া হয় না। গতবছরও সিআরবিতে আমাদের আয়োজনে বাধা দেয়ার চেষ্টা করা হয়। এভাবে একের পর এক বাধা দেয়া সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার চেষ্টা কিনা তা সবার ভেবে দেখা উচিত।
এদিকে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম 'নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে' শিরোনামে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে ও পাহাড়তলী আমবাগান রেলওয়ে জাদুঘর সংলগ্ন শেখ রাসেল পার্কে ঋতুরাজ বসন্তকে বরণ করে নানা আয়োজনে। বিকেলে দলীয় আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ও বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম।