অর্থ আত্মসাৎ মামলায় সাহেদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সাহেদ করিম- ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১ | ১৩:১১
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন।
আদালত পুলিশের এসআই রাম বলেন, সাহেদ করিমের বিরুদ্ধে নগদ ৩২ লাখ এবং চেকের মাধ্যমে ৫৯ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে মো. সাহেদ এসব টাকা হাতিয়ে নেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালের ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলাটি করেন গাড়ির টায়ার ও যন্ত্রাংশ আমদানিকারক ব্যবসায়ী সাইফুদ্দিন মহসীন।