ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ওষুধ চুরিই যার পেশা

ওষুধ চুরিই যার পেশা

মো. আবি আব্দুল্যাহ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ০২:৫৩

লক্ষ্মীপুরের কমলনগরে ক্রেতা সেজে ফার্মেসি থেকে ওষুধ চুরির অভিযোগে মো. আবি আব্দুল্যাহ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। আব্দুল্যাহ রামগতি উপজেলার সবুজগ্রামের আব্দুল মন্নানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার করইতলা বাজারের কাজী ফার্মেসিতে ওষুধ কিনতে যান আব্দুল্যাহ। এ সময় নিজের কাছে না থাকায় দোকানি বাজারে অন্য একটি ফার্মেসি থেকে ওষুধটি আনতে যান। দোকানে একা থাকার সুযোগে আব্দুল্যাহ মূল্যমান বেশ কিছু ওষুধ তার ব্লেজারের পকেটে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই সময় দোকানির ছোট ভাই এসে ঘটনাটি দেখে ফেলেন। এ সময় তিনি আব্দুল্যাহকে হাতেনাতে আটক করলে বাজারের ব্যবসায়ীরা ছুটে গিয়ে তাকে মারধোর করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক আব্দুল্যাহ জানান, বিভিন্ন বাজারের ফার্মেসিতে ক্রেতা সেজে তিনি প্রায়ই অভিনব ওই কৌশলে ওষুধ চুরি করতেন। ধীরে ধীরে এ কাজটিই তার নেশা-পেশায় পরিণত হয়ে গেছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জানান, করইতলা বাজারের বিভিন্ন ফার্মেসি মালিকরা জানিয়েছেন, প্রায়ই তাদের মূল্যমান ওষুধ চুরি হয়ে আসছিল। কিন্তু তারা এর রহস্য উদ্ঘাটন করতে পারছিলেন না। অবশেষে আব্দুল্যাহকে হাতেনাতে ধরার মাধ্যমে এ চুরির রহস্য বেরিয়ে আসে।

পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় কাজী ফার্মেসির মালিক মো. ইউনুছ বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

আরও পড়ুন

×