ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মনপুরায় ২০ কেজির দু'টি কোরাল মাছ বিক্রি হলো ৪০ হাজারে

মনপুরায় ২০ কেজির দু'টি কোরাল মাছ বিক্রি হলো ৪০ হাজারে

ছবি: সমকাল

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:৫০

ভোলার মনপুরা উপজেলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়েছে বড় আকৃতির দু'টি কোরাল মাছ। যার প্রত্যেকটির ওজন ২০ কেজি। শুক্রবার ভোরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনায় সাইফুল মাঝির জালে এই কোরাল মাছ দু'টি ধরা পড়ে। পরে সকাল ১১টার দিকে স্থানীয় হাজিরহাট ঘাটে নিজাম হাওলাদারের মৎস্য আড়তে মাছ দু'টি প্রতি কেজি এক হাজার টাকা করে বিক্রি হয়েছে ৪০ হাজার টাকায়।

জেলে সাইফুল মাঝি জানান, ভোরবেলা দক্ষিণ সাকুচিয়া সংলগ্ন মেঘনায় জাল ফেললে ২০ কেজি ওজনের বড় আকারের দুইটি কোরাল মাছ ধরা পড়ে। মাছ দুটি ঘাটে নিয়ে এলে ভিড় জমায় সাধারণ মানুষ।

হাজিরহাট মৎস্য আড়তের মালিক নিজাম হাওলাদার জানান, অসময়ে জেলের জালে এত বড় কোড়াল মাছ ধরা পড়া নজিরবিহীন ঘটনা। মাছ দুটি খোলাবাজারে ডাকের মাধ্যমে দর কষে ঘাটের মৎস্য ব্যবসায়ী মহিউদ্দিন বেপারী এক হাজার টাকা কেজি দরে কিনে নেয়।

মহিউদ্দিন বেপারী জানান, এত বড় কোরাল মাছ এখন আর নদীতে পাওয়া যায় না। ঢাকার বড় বাজারে মাছ দু'টি বিক্রি করে তিনি আরও লাভমান হবেন বলে আশা ব্যক্ত করেন।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফার জানান, মাঝে মধ্যে মেঘনায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশের পাশাপাশি অনান্য মাছও ধরা পড়ে। যা জেলেরা স্থানীয় আড়তে বিক্রি করেন। তবে বড় আকৃতির কোরাল মাছ সহজে ধরা পড়ে না।

আরও পড়ুন

×