ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:৪৮
চট্টগ্রামে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আজমাইন আজিম আয়ান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোডের একটি বাড়িতে প্রাইভেট পড়তে গেলে এইচএসসি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। এ অভিযোগে বৃহস্পতিবার নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন ধর্ষণের শিকার ছাত্রীর বাবা।
ওসি আবুল কাশেম ভূঁঁইয়া জানান, আয়ানকে বৃহস্পতিবার খুলশী এলাকার জালালাবাদ হাউজিং সোসাইটি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় অপর দুই আসামি আয়ানের সহযোগী তারেক আজিজ ও মোকারাম হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ছাত্রী ও তার কয়েক সহপাঠী ওই বাসায় গিয়ে প্রাইভেট পড়ে আসছিল। বুধবার বিকেল ৫টার দিকে তাকে জোর করে অন্যত্র নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক আয়ান। পরে আয়ানকে প্রধান আসামি করে মামলা করা হয়।