ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পলিথিন ও কারেন্ট জাল জব্দ

এসএ পরিবহনের ব্যবস্থাপকসহ ৩ জনের কারাদণ্ড

এসএ পরিবহনের ব্যবস্থাপকসহ ৩ জনের কারাদণ্ড

 বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ১০:৫১

কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের বরিশাল কার্যালয় থেকে ১৩ বস্তা নিষিদ্ধ পলিথিন ও ১১ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মিথ্যা ঘোষণা দিয়ে এ দুটি পণ্য প্রতিষ্ঠানটির মাধ্যমে ঢাকা থেকে বরিশালে আনা হয়েছিল। বরিশাল পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার নগরীর পুলিশ লাইন সড়কে এসএ পরিবহন কার্যালয়ে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে। এ সময় সেখান থেকে দুই কর্মকর্তাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

পলিথিন আনার দায়ে এসএ পরিবহনের ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন এবং পলিথিনের মালিক মজিবর রহমানকে ছয় মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া কারেন্ট জাল আনার দায়ে এসএ পরিবহনের পার্সেল সহকারী বেল্লালকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মজিবর রহমান পলিথিন নেওয়ার জন্য এসএ পরিবহনের ডিপোতে এলে তাকে আটক করা হয়।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল হালিম জানান, পলিথিনগুলো মিথ্যা ঘোষণা দিয়ে আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। এ সময় দু'জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এফ.এম. শামীম জানান, কাপড়ের কথা বলে এসএ পরিবহনের মাধ্যমে ১১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল আনা হয়। এ ঘটনায় জড়িত প্রতিষ্ঠানটির পার্সেল সহকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়। কারেন্ট জাল নারায়ণগঞ্জ থেকে পাঠানো হয়েছিল বরিশালের জনৈক হাসানের নামে। এর বাজারমূল্য ২ কোটি ২০ লাখ টাকা।



আরও পড়ুন

×