ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪০

চট্টগ্রাম নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে আবারও ভুল চিকিৎসায় জিহান সারোয়ার প্রিয় নামের এক বছর বয়সী শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

রোববার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ মুহাম্মদ ফজলে রাব্বির কাছে এ লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির মা মোহছেনা আক্তার ঝর্ণা। অভিযোগে তিনি ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের ভুল চিকিৎসা, গাফিলতি এবং নার্সদের অবহেলায় সন্তানের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছেন।

এ বিষয়ে সিভিল সার্জন শেখ মুহাম্মদ ফজলে রাব্বি বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করতে তার নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে যে বা যারা দায়ী হোক না কেন, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জনের কাছে দেওয়া অভিযোগে মোহছেনা আক্তার ঝর্ণা উল্লেখ করেন, গত ১৭ নভেম্বর তার সন্তান জিহান সারোয়ার প্রিয় অসুস্থ বোধ করলে তাকে ম্যাক্স হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করানো হয়। ভর্তির পর অনকলে চিকিৎসক সনৎ কুমার বড়ূয়াকে দেখালে তিনি ব্যবস্থাপত্র লিখে দেন। এনআইসিইউর মতো গুরুত্বপূর্ণ স্থানে তখন ছিল না কোনো অভিজ্ঞ চিকিৎসক ও নার্স। ২১ নভেম্বর দুপুরে জিহানকে মেশিনের মাধ্যমে ধীরে ওষুধ দেওয়ার কথা থাকলেও অনভিজ্ঞ এক নার্স ওই ওষুধের শেষের অংশ হাত দিয়ে পুশ করেন। আর তারপরই জিহানের মৃত্যু হয়।

ঝর্ণা সাংবাদিকদের বলেন, আমার সন্তানের মৃত্যু কেন হলো, সেটি আমি ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাই। চিকিৎসক ও নার্সদের কোনো ভুল ছিল কি-না, তারা সেটা আমাকে জানাক।

তিনি অভিযোগ করে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সন্তানের যেসব পরীক্ষা করেছিল, তার সব রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দেখতে দেয়নি। তারা যে ওষুধ আমার সন্তানকে দিয়েছে, তার মেয়াদ ছিল কি-না, তাও আমরা জানি না।

চট্টগ্রাম নগরের লালখান বাজারের চানমারী রোডের বাসিন্দা শামীম সারোয়ার ও সোনালী ব্যাংকের কর্মকর্তা মোহছেনা আক্তার ঝর্ণা দম্পতির এক মেয়ে ও এক ছেলে। দুই সন্তানের মধ্যে ছোট জিহানের বয়স ছিল এক বছর ২৪ দিন।

এর আগে গত বছর ম্যাপ হাসপাতালে জ্বর ও গলাব্যথা নিয়ে ভর্তি হওয়া এক সাংবাদিকের শিশুকন্যা রাফিদা আক্তার রাইফা চিকিৎসাধীন অবস্থায় ভুল চিকিৎসায় মারা যায় বলে অভিযোগ করে নিহতের পরিবার।

আরও পড়ুন

×