পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১ | ০৩:১৩ | আপডেট: ০৭ এপ্রিল ২০২১ | ০৪:১০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহাব উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার ওই শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি রের্কড করার জন্য কুড়িগ্রামে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত শাহাব উদ্দিন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের সরেমুদ্দিনের ছেলে।
অভিযোগে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত শাহাব উদ্দিন প্রতিবেশী ওই শিশুটিকে কৌশলে বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় । এ সময় শিশুটি চিৎকার দিয়ে কান্নাকাটি করলে ঘটনাস্থলে লোকজন জড়ো হয় ।পরিস্থিতি বেগতিক দেখে শাহাব উদ্দিন পালিয়ে যান। পরে এ নিয়ে দফায় দফায় বৈঠক বসলেও ঘটনার মীমাংসা না হওয়ায় থানায় মামলা করে ভুক্তভোগী শিশুর পরিবার।
ইউনিয়ন পরিষদ সদস্য সহিদুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। তারপরেও মীমাংসা করার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু সমাধান করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজীব কুমার রায় জানান, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি রের্কড করার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
- বিষয় :
- শিশুকে ধর্ষণের চেষ্টা
- থানায় মামলা