স্বাস্থ্য সুপারের বাসায় ফ্যানে ঝুলছিল গৃহকর্মীর নিথর দেহ

প্রতীকী ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১ | ০৬:০৩
গাজীপুরের কাশিমপুরে পূবালী ব্যাংকের পিছনে জেলা স্বাস্থ্য সুপারের বাসভবন থেকে শনিবার রাতে পুলিশ চন্দনা বর্মন (১৩) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত চন্দনা বর্মন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর (বর্মন পাড়া) গ্রামের মৃত নন্দন বর্মনের মেয়ে। সে দীর্ঘ ৪ বছর যাবৎ গাজীপুর জেলা স্বাস্থ্য সুপার সত্যরঞ্জন ধরের বাসায় গৃহকর্মীর কাজ করছিলো।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভবনের দ্বিতীয় তলায় বাড়ির মালিকের বাসায় গৃহকর্মীর কাজ করতো চন্দনা। হঠাৎ শনিবার দুপুর বেলা ভবনের নিচতলায় ওয়েটিং রুমে পরিষ্কার করার কথা বলে নীচে চলে আসে চান্দনা বর্মন। তার কিছুক্ষণ পরেই বাড়ির লোকজন তাকে ওয়েটিং রুমের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিথর দেহ নিচে নামিয়ে আনে।
খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পুলিশ নিহতের লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান পুলিশ সদস্যরা। কিন্তু পরে নিহতের দাদা এসে জানায়, এই ক্ষত চিহ্নটি আগের।
এ বিষয়ে জিএমপি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- কাশিমপুর
- লাশ উদ্ধার
- ঝুলন্ত লাশ