ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদ বাম ঐক্যের

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদ বাম ঐক্যের

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১ | ১০:৪২

চট্টগ্রামের বাঁশখালীতে আন্দোলনরত বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণে হতাহতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। নেতারা বলেছেন, বিএনপি দেশের কৃষক-শ্রমিকদের বুকে গুলি করে টিকতে পারেনি। কারণ, এদেশ স্বাধীন করেছেন কৃষক-শ্রমিকরা। বর্তমান সরকারও শ্রমিকদের ওপর গুলি করে টিকতে পারবে না।

মঙ্গলবার জোটের অস্থায়ী কার্যালয়ে বাম গণতান্ত্রিক ঐক্যের জরুরি সভায় নেতারা এসব কথা বলেন। ঐক্যের সমন্বয়ক ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান।

নেতারা বলেন, সরকার কঠোর লকডাউনের নামে ন্যায়সংগত আন্দোলন-সংগ্রাম ও বাজার মনিটরিং বন্ধ করে দিয়েছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সবজির দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বাড়িয়েছে। এভাবে দেশ চলতে পারে না।

নেতারা বলেন, সবার খাবারের নিশ্চয়তা না করে কঠোর লকডাউন দেওয়ায় মধ্যবিত্ত থেকে হতদরিদ্রদের খাবার সংকট দেখা দিয়েছে। আশা করি সরকার এসব গণবিরোধী কাজ থেকে বিরত থাকবে। না হলে গণতান্ত্রিক বাম ঐক্য কঠোর লকডাউন উপেক্ষা করে আন্দোলন-সংগ্রামে যাবে।

আরও পড়ুন

×