মামুনুলের পক্ষে স্ট্যাটাস
বাঞ্ছারামপুরে হেফাজতের ৪ কর্মী গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২১ | ১০:০৩
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে এবং রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই হেফাজতের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
বুধবার রাতে উপজেলার পূর্বহাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে সাইবার অপরাধ আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো পূর্বহাটি (পূর্বকান্দি) গ্রামের রোকন উদ্দিনের ছেলে তাজুল ইসলাম, হোসেন বেগের ছেলে নাছির মিয়া, মাইনুদ্দিনের ছেলে রুহুল আমিন সাইফি ও মজিবর রহমানের ছেলে বাইজিদ মিয়া।
- বিষয় :
- হেফাজত নেতা মামুনুল হক
- স্ট্যাটাস
- আটক