গোসল করতে গিয়ে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

চাপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২১ | ০০:৪৫
চাঁপাইনবাবগঞ্জের চরপাঁকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইমন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ইমন জেলার শিবগঞ্জ উপেজলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা গ্রামের রাফেজ উদ্দীনের ছেলে।
পাকা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১২ টার দিকে ইমন তার মায়ের সাথে পদ্মা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় তার মা চিৎকার করলে স্থানীয়দের সহায়তায় ইমনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।