আশুগঞ্জে সেতুর রেলিং ভেঙে ট্রাক খাদে, নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছবি: ফোকাস বাংলা
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২১ | ১০:১৯
ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জের সোনারপুরে সেতুর রেলিং ভেঙে লবণবোঝাই একটি ট্রাক খাদে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত ও ট্রাকের হেলপারসহ দু'জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পুলিশ ও ফায়ার সার্ভিস ট্রাকটি উদ্ধার করে। নিহত দুলাল মিয়া (৪৫) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার টাংগারপাড়া গ্রামের বাসিন্দা। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী ট্রাকটি সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যাওয়ার সময় আশুগঞ্জ-আখাউড়া চার লেন প্রকল্পে কর্মরত দুলাল ট্রাকের নিচে চাপা পড়েন। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি রেকার দিয়ে উত্তোলন করে। আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
- বিষয় :
- ঢাকা-সিলেট মহাসড়ক
- ট্রাক খাদে
- শ্রমিক নিহত