চট্টগ্রামে করোনাপরবর্তী জটিলতায় চিকিৎসকের মৃত্যু

ডা. ফরিদুল আলম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ মে ২০২১ | ০৬:৩৭ | আপডেট: ৩১ মে ২০২১ | ০৬:৫০
চট্টগ্রামে করোনা পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে ডা. ফরিদুল আলমের (৬৭) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. ফরিদুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৭তম ব্যাচের ছাত্র। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন তিনি।
ডা. ফরিদুল আলম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মজিদার পাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে।
মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) নুরুল হক জানান, দুই মাস আগে ডা. ফরিদুল আলমের করোনা পজিটিভ শনাক্ত হয়। মাসখানেক চিকিৎসাধীন থাকার পর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে তার। কিন্তু এরপর শারীরিক নানা জটিলতায় ভুগতে থাকেন। তার ফুসফুসের সংক্রমণ বেশি ছিল। সেই সঙ্গে তার হার্টের সমস্যা ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল। হঠাৎ করে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডা. ফরিদুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবার, লোহাগাড়া হাসপাতাল মালিক সমিতি, বটতলী শহর পরিচালনা কমিটি, লোহাগাড়া বণিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।