বাবুনগরীর প্রেস সচিব ফারুকী ৬ দিনের রিমান্ডে

জুনায়েদ বাবুনগরী ও তার প্রেস সচিব ইনামুল হাসান ফারুকী- ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২১ | ০৮:০৫ | আপডেট: ২২ জুন ২০২১ | ০৮:৪১
চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন এর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, সহিংসতার দুই মামলার আসামি ইনামুল হাসানকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করে সিআইডি। এর প্রেক্ষিতে তিন দিন করে ৬ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২১ মে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ইনামুলকে গ্রেপ্তার করে র্যাব। তিনি বাবুনগরীর পক্ষ থেকে হেফাজতের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী কর্মসুচিকে কেন্দ্রে করে বিক্ষোভের জেরে হাটহাজারীতে সংঘর্ষ হয়। এ সময় হাটহাজারী থানা ভবন, ভুমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সাড়ে চার হাজার ব্যক্তিকে আসামি করে হাটহাজারী থানায় ১০টি মামলা করে পুলিশ। এতে জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ রয়েছে।