ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনা উপসর্গে শৈলকুপায় এক গ্রামে ২ জনের মৃত্যু

করোনা উপসর্গে শৈলকুপায় এক গ্রামে ২ জনের মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২১ | ০০:০০

ঝিনাইদহের শৈলকুপার পৌর এলাকার একই গ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে করোন উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার আউশিয়া গ্রামের পূর্বপাড়ার আমেনা খাতুন (৬৫) এবং একই গ্রামের দক্ষিণ পাড়ার ওলিয়ার রহমান (৬৭)। 

তাদের মধ্যে আমেনা খাতুনের শনিবার ভোরে ও ওলিয়ার রহমানের সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যু হয়। 

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, উপজেলার আউশিয়া গ্রামের পূর্বপাড়ায় করোনা উপসর্গে দুই ব্যক্তির মৃত্যু হয়ে বলে শুনেছি। একজনের দ্রুত দাফন সেরেছে পরিবার। করোনা পরীক্ষার জন্য অপর জনের নমুনা সংগ্রহ করা হবে।

আরও পড়ুন

×