লকডাউনে বিয়ে, ৪০০ অতিথির খাবার দুস্থদের মধ্যে বিতরণ

বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২১ | ১০:১৮ | আপডেট: ০২ জুলাই ২০২১ | ১০:২১
লকডাউনের মধ্যে নিষেধাজ্ঞা ভেঙে জনসমাগম করে বিয়ের আয়োজন করা হয়েছিল মুন্সীগঞ্জের শ্রীনগরের নিমাইপাড় গ্রামে। খবর পেয়ে উপজেলা প্রশাসন গিয়ে বন্ধ করে দিয়েছে সব আয়োজন। ওই বিয়ে অনুষ্ঠানে ৪০০ অতিথির জন্য রান্না করা সব খাবারও স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করে দিয়েছে প্রশাসন।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণব কুমার ঘোষ জানান, প্যান্ডেল করে ৪০০ মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের আয়োজন করেছিল কনে পক্ষ। শুক্রবার দুপুরে লোকজন জড়ো হতে শুরু করলে তাদের কাছে খবর যায়। তাৎক্ষণিকভাবে শ্রীনগর থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান ইউএনও। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্ধ করে দেন বিয়ের অন্যান্য সব আয়োজন। সব খাবার বিতরণ করে দেন এতিমখানা ও দুস্থদের মধ্যে।
তিনি জানান, দাওয়াত দিয়ে জনসমাগম করায় অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। যেহেতু বিয়েটি পূর্ব প্রস্তুতিমূলক ছিল এবং শুধু ছেলে পক্ষ এসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে চলে যাবে, সব দিক বিবেচনা করে এমন সুযোগ দিয়ে বিয়ে সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাকি সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে।