কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: ফাইল
নোয়াখালী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২১ | ১১:০৬ | আপডেট: ০২ জুলাই ২০২১ | ২২:৫১
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরএলাহী ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে চরএলাহী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি বাদী হয়ে ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে চরএলাহী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুর রাজ্জাককে।
বৃহস্পতিবার গভীর রাতে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে আটজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বসতঘর। বৃহস্পতিবার উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত কয়েক দফায় এসব ঘটনা ঘটে।
- বিষয় :
- নোয়াখালী
- কাদের মির্জা
- কোম্পানীগঞ্জ
- থানায় মামলা