ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাতক্ষীরা মেডিকেলে করোনার উপসর্গে আরও ১০ মৃত্যু

সাতক্ষীরা মেডিকেলে করোনার উপসর্গে আরও ১০ মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২১ | ০১:৩৮

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় করোনার উপসর্গে মোটা মারা গেছেন ৪১৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৬ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৩৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৬৮ শতাংশ। এই নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ২১৩ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

 এদিকে চলমান কঠোর লকডাউনের সড়ক ও হাটবাজারগুলোতে বাড়ছে জনসমাগম। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আংশিক খোলা রেখে বেচাকেনা করা হচ্ছে শহরের অধিকাংশ দোকানপাটে। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি বেড়েছে ছোট ছোট যান চলাচল। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৯টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুন

×