ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে ডোবায় পড়ে ভাইবোনের মৃত্যু

খাগড়াছড়িতে ডোবায় পড়ে ভাইবোনের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২১ | ০৭:২২ | আপডেট: ১০ জুলাই ২০২১ | ০৯:৪৭

খাগড়াছড়ির মহালছড়িতে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা হলো- মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামের সুপায়ন চাকমার সন্তান পরান চাকমা (৮) ও চম্পক চাকমা (৬)। মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে দুই ভাইবোন মিলে দাদার বাড়ি থেকে বাড়িতে ফেরার পথে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। স্থানীয় একজন তাদের পানিতে ভাসতে দেখে অন্যদের জানালে শিশু দুটিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়। 

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর রশীদ বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×